ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

জামালপুরের ইসলামপুর উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে আব্বাস (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সাকলে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের টাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্বাস চরপুটিমারি ইউনিয়নের টাবুরচর গ্রামের মো. হাবলের ছেলে।

মৃত কৃষকের বড় ভাই শাহজাহান বলেন, সোমবার সকালে একই এলাকার এইটি মাঠে গরুর ঘাস কাটতে যান আব্বাস। ঘাস কেটে মাঠ থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আব্বাস।

ইসলাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী বলেন, ঘাস কেটে মাঠ থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এএম/পিআর

আরও পড়ুন