উত্তাল পদ্মা, লঞ্চ-ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পদ্মা নদী উত্তাল থাকায় দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ এ ঘোষণা দেয়া হয়। বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসে উত্তাল হয়ে ওঠে পদ্মা।
ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। নদী শান্ত হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী বাসসহ অনেক যানবাহন আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বলেন, ঝড়ো বাসাতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে। নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। যা ফেরি চলাচল শুরু হলে স্বাভাবিক হয়ে যাবে।
রুবেলুর রহমান/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন