দেশের মানুষ শান্তিতে আছে : হুইপ ইকবালুর রহিম
তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও ব্রিজ-কালভার্টসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, গত ১০ বছর উন্নয়নের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিএনপি-জামায়াতের রেখে যাওয়া ভাঙা রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। গত ১০ বছরে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর হাউজিং এস্টেটে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, কালভার্ট ও শিশুপার্ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জায়ামাত খাতা কলমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিএনপি-জামায়াত নেতাদের ভাগ্যের উন্নয়ন হলেও সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। ফলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। সেই তলাবিহীন ঝুড়ির দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশ থেকে অভাব পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে আছে।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার. নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও পৌর কাউন্সিলর তৈয়ব আলী দুলাল প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/পিআর