ট্রাকচাপায় রিকশাচালক নিহত
ফাইল ছবি
রাজবাড়ীতে ট্রাকচাপায় সুব্রত (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতাল রোডের সারের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত সুব্রত পৌর এলাকার সজ্জ্বনকান্দা গ্রামের মৃত নারায়ণ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল রোডের সারের গোডাউন এলাকায় দ্রুত গতির ট্রাকটি মোড় পাড় হতে গিয়ে সামনের রিকশাটিকে চাপা দেয়। এতে ট্রাকচালক সুব্রত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও এর চালক আলাউদ্দিনকে আটক করেছে।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন