কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু (৩২) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উপজেলা রোডে এ ঘটনা ঘটে। নিহত লাভলু সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাঁধের রশিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা রোডের একটি বাড়িতে রং করার সময় বৈদ্যুতিক তার লাভলুর গায়ে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু নিচে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আল-মামুন সাগর/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই