সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি
ফাইল ছবি
টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আবারো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে জেলার বন্যা পরিস্থিতি আবারো অবনতির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, প্রায় দু সপ্তাহ যাবত জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা নদীর পানি আবার বাড়ার সঙ্গে সঙ্গে এ সকল গ্রামে নতুন করে পানি উঠতে শুরু করেছে। চরম দুর্ভোগে পড়া এ অঞ্চলের মানুষগুলো ধীরে ধীরে নিজ বাসস্থানে ফিরতে শুরু করলেও পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবার বাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। ফলে বার বার বাড়ি ঘর ছাড়ার কারণে তাদের ভোগান্তি এখন চরমে।
এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়ে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজির চাষবাদ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন র্বোডর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত থকেে পানি বাড়তে শুরু করেছে। আরো ২ দিন পানি বাড়বে তবে আশঙ্কা করার কিছু নেই।
বাদল ভৌমিক/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে