নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সমাবেশ
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. ন.ম. কাশেদুল হক বাবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিন উলাহ, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য স্বপন কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খায়রুল আলম ও নুরের জামান মুন্সি প্রমুখ। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাশদেুল হাসান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ