ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হোটেল থেকে ভুয়া এএসপি আটক

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২২ এপ্রিল ২০১৯

দিনাজপুরে অভিযান চালিয়ে মো. ইমান শাহজাদা (৪২) নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

রোববার বিকেল ৫টায় দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। আটক ইমান শাহজাদা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দরুনবাজার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ব্যাংকের জমা রশিদ ও চেক বই, নেপালের ক্যাসিনো খেলার আইডি কার্ড, তাপস কুমার লেখা সংবলিত নেমপ্লেট, ভিজিটিং কার্ড, কিছু ওষুধ ও পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইতিপূর্বেও তিনি পুলিশের হাতে জালিয়াতির অভিযোগে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালি থানায় জালিয়াতির মামলা দায়ের করা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ

আরও পড়ুন