ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মাইনুদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারের মুদি দোকানদার।

স্থানীয়রা জানান, শ্রীরামদি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন ব্যবসায়ী মাইনুদ্দিন। দুপুর আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পাকুন্দিয়া বাজারে অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর

আরও পড়ুন