নুসরাত হত্যা, ৯ উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে পাবনার ৯ উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
সোমবার এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সৌমেন সাহা ভানু, সাংগঠনিক সম্পাদক তপন সরকার হরি, প্রচার সম্পাদক তপন সাহা, জয়কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রলয় চাকী, হেমায়েতপুর সৎসঙ্গ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুগল কিশোর ঘোষ, মদন মোহন বিউ বিগ্রহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার স্যানাল বিনু, মাতৃমন্দির কমিটির সভাপতি নিতাই সরকার, সাধারণ সম্পাদক মনি তালুকদার, পাবনা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, পাবনা পৌর পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বলাই সাহা ও সাধারণ সম্পাদক দিপঙ্কর সরকার জিতু প্রমুখ।
নুসরাত হত্যাকাণ্ডসহ অন্যান্য নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা। সারাদেশে আর কোনো ছাত্রী যেন নির্যাতনের শিকার না হয় সেজন্য নুসরাত হত্যার উপযুক্ত বিচার চান বক্তারা।
একে জামান/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান