দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়ার মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতা এলাহী (২৯) মালুমঘাট চা-বাগান পূর্বপাড়ার মোক্তার আলমের ছেলে। তিনি রোহিঙ্গা শিবিরে কর্মরত একটি এনজিও সংস্থায় কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কক্সবাজার থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক ছিটকে পাশের খাদে পড়ে যায়। ওই ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আতা এলাহী। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ ট্রাকগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী