ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আধা কিলোমিটারের ব্যবধানে দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৪ এপ্রিল ২০১৯

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুটি ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত একজনের বয়স (৪৫), তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধুসর রঙের শার্ট। অপরজনের বয়স (৩৫), তার পরণে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনে মঙ্গলবার রাত ১১টার দিকে রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

আরও পড়ুন