ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে ফার্মে আগুন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে আফতাব বহুমুখী ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ফার্মে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাজিতপুর, কিশোরগঞ্জ, কটিয়াদী ও কুলিয়ারচর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার বেশি সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেছেন আফতার বহুমুখী ফার্ম লিমিটেডের সিনিয়র ডিজিএম মো. আব্দুল কাইয়ুম ফরাজি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাজধর জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর

আরও পড়ুন