মাছ ধরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
খাগড়াছড়ির রামগড়ে প্রতিবেশীর বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দারোগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতেই অভিযুক্ত বাবলুকে (৩১) আটক করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধর্ষকের স্ত্রীসহ প্রতিবেশী অন্যদের সঙ্গে ফেনী নদীতে ভেসে ওঠা মাছ ধরতে যায় ওই ছাত্রী। মাছ ধরার এক পর্যায়ে অন্যরা একটু দূরে গেলে সুযোগ বুঝে বাবলু মেয়েটিকে জোর করে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে জানালে প্রতিবেশীদের সহযোগিতায় অভিযুক্ত বাবলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ধর্ষক বাবলু রামগড় পৌরসভার দারোগাপাড়ার শশুরবাড়িতে বসবাস করে। সে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার কবির আহম্মদের ছেলে।
রামগড় থানা পুলিশের ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ