ভয়ে মাদরাসা থেকে পালাতে চেয়েছিল ওরা
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে চার মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলো- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওরা দিতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওমর ফারুক (১১), সফিকুর রহমানের ছেলে আতিকুর রহমান (১২) ও মনির হোসেনের ছেলে নূর ইসলাম (১০) এবং একই ইউনিয়নের বাড়িউরা গ্রামের নাজমুল হাসানের ছেলে মাহমুদুল হাসান (১২)।
তারা সবাই ওই ইউনিয়নের দেওরা দারুল উলুম মাদরাসার ছাত্র। ভয়ে তারা মাদরাসা থেকে পালানোর চেষ্টা করেছিল বলে জানা গেছে।
এ ঘটনায় নুরুল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের শহীদুল্লার ছেলে।
মাদরাসা ছাত্র আতিকুর রহমান জানায়, মাদরাসার শিক্ষকরা প্রায়ই তাদের কড়া শাসন করত। গতকাল শুক্রবার সকালে এক শিক্ষক তাদেরকে বকাঝকা করে। সেজন্য ভয়ে তারা মাদরাসা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বিকেল ৫টার দিকে তারা বাসে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে চলে আসে।
এরপর তারা রেলওয়ে স্টেশনে যায়। সেখানে নুরুল্লা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে নিজের সঙ্গে ঢাকায় নিয়ে যেতে চায়। পরে তারা দৌড়ে এক দোকানে এসে সব খুলে বলে। এরপর স্থানীয়দের মাধ্যমে ওই চার ছাত্রকে উদ্ধার এবং নুরুল্লাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
তবে ছাত্রদের অভিযোগ অস্বীকার করে দেওরা দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ নুরুল্লা আজাদ জানান, ওই ছাত্ররা গতকাল এক আম গাছে ঢিল মেরেছিল। পরে তাদেরকে গাছের মালিকের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম