ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নয়ন চন্দ্র বর্মণ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন চন্দ্র সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়ার মাখন চন্দ্র বর্মণের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর লাইন পাড়াপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েন নয়ন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নয়ন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণেই ঘটনাটি ঘটেছে।
জাহিদ খন্দকার/আরএআর/এমএস