ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গলায় মার্বেল আটকে শিশুর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

মাগুরার শ্রীপুর উপজেলায় গলায় মার্বেল আটকে পাঁচ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাফি সব্দালপুর গ্রামের পোশাক কর্মী জামিরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে বড় আকারের কয়েকটি মার্বেল নিয়ে খেলা করছিল রাফি। খেলতে খেলতে একটি মার্বেল মুখে নিয়ে গিলে ফেলে সে। পরে ওই মার্বেলটি রাফির শ্বাসনালীতে আটকে যায়। এতে অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই মাটিতে শুয়ে পড়ে রাফি। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, শিশুটির গলায় দীর্ঘক্ষণ মার্বেলটি আকটে ছিল। এতে শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধে হয়ে যায়। ফলে শিশুটির মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে মার্বেলটি বের করে ফেলতে পারলে হয়তো বেঁচে যেত শিশুটি।

এদিকে, রাফির মৃত্যুর পর পরিবারে চলছে শোকের মাতম। রাফির বাবা জামিরুল ইসলাম বলেন, খেলার ছলে বড় আকারের মার্বেলটি গিলে ফেলে রাফি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারিনি।

আরাফাত হোসেন/এএম/এমকেএইচ

আরও পড়ুন