ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় মসজিদ মন্দির গির্জায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পরপরই সারাদেশের ন্যায় খুলনার সকল মসজিদ, মন্দির ও গির্জায় ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি ধর্মীয় উপসানালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে ওই ধর্মীয় উপাসনালগুলোতে। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুরের বাসিলায় জঙ্গি আস্তানার সন্ধানের পর খুলনা ও আশপাশের এলাকাগুলোর বিশেষ বিশেষ স্থানের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সূত্রানুযায়ী, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপরে গুলি বর্ষণের ঘটনায় ৫০ জন নিহত হন। গত রোববার শ্রীলঙ্কায় গীর্জায় প্রার্থনারত অবস্থায় বোমা হামলাসহ ৮টি স্থানে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছে। এরপর সোমবার ঢাকার বাসিলায় জঙ্গিদের সঙ্গে র্যাবরে গুলি বিনিময় এবং হতাহতের ঘটনা ঘটে। এসব ন্যাক্কারজনক হামলার পর ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনারত মানুষের মনে নানা ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খুলনার বেশ কয়েকটি মসজিদের ইমাম, মন্দির ও গির্জার পুরোহিতদের সঙ্গে আলাপ করলে তারাও আতঙ্কে থাকার বিষয়টি প্রকাশ করেছেন। তবে স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা ধর্মীয় এ সকল প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারসহ তাদের মোবাইল ফোনে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তারা।

জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, খুলনার ৯টি উপজেলায় অবস্থিত মসজিদ, মন্দির ও গির্জায় নিরাপত্তা দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্দেহভাজনদের তল্লাসি করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারিতে রয়েছে ওই সকল ধর্মীয় প্রতিষ্ঠানতে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম জানান, মেট্রো এলাকার ৮টি থানার অর্ন্তর্ভুক্ত সকল মসজিদ, মন্দির ও গির্জায় সংশ্লিষ্ট থানা পুলিশকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে নির্দেশ দেয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পুলিশি তল্লাসি আরও জোরদার করা হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গিরা যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে কেএমপি।

আলমগীর হান্নান/এমএএস/এমএস