ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে সাতক্ষীরায় হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় ‘ফণীর’ প্রভাবে সাতক্ষীরায় চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আসন্ন এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।
সেই সঙ্গে সাতক্ষীরায় এক নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে চার নম্বর সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। বুধবার দুপুরে এ সতর্কতা জারি করা হয়।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘ফণির’ কারণে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি এখন ভারতের ওড়িশায় অবস্থান করছে। এর ফলে বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হতে পারে।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম না করা পর্যন্ত সব সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করে স্ব স্ব কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/পিআর