আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীর বাসায় ৬০ হাজার ইয়াবা
সঠিক পথে আসার প্রতিশ্রুতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আত্মসমর্পণ করা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আবু তাহেরের বাসা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫।
এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে তাহেরের ভাই আবু বক্করসহ (৩৯) তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত অপর দুইজন হলেন- টেকনাফের হ্নীলার পশ্চিম মহেশখালীপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেলিম উদ্দিন (২৯) ও কক্সবাজার শহরের পাহাড়তলীর কাদির বশরের ছেলে আয়াছ (২০)।
আবু তাহেরের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার পূর্বপাড়া গ্রামে। তার বাবার নাম জালাল আহমদ। কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়ায় তার আরেকটি বাড়ি রয়েছে। আত্মসমর্পণকারীদের তালিকায় তাহেরের নাম এক নম্বরে রয়েছে।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. মেহেদী হাসান বলেন, ইয়াবা ব্যবসায়ী আবু তাহের আত্মসমর্পণ করলেও সৌদিআরবে থাকা তার ভাই হাসানের নেতৃত্বে একটি চক্র ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। এ চক্রে রয়েছে তার আপন ভাই আবু বক্করও। র্যাবের কাছে খবর ছিল আবু তাহেরের বাসায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে। এর প্রেক্ষিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আবু বক্করসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪