পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
পাবনায় এবারের এসএসসি পরীক্ষায় ৫ শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
অপরদিকে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজও বরাবারের মত এবারেও শতভাগ সাফল্য অর্জন করে চমক দেখিয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১৩৪ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৭২ জন। পাসের হার শতভাগ।
পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে এবারে ফলাফল ভালো করেছে এ প্রতিষ্ঠানটি। পাবনা জেলা স্কুল থেকে ২৫১জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন। পাসের হার ৯৯.৯ ভাগ।
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিবজিত নাগ বলেন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এমন সাফল্য এসেছে। অতীতেও যেভাবে কলেজটি সুনামের সঙ্গে পরিচালিত হয়েছে, আগামীতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে।
অন্যদিকে পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান রোকনী বলেন, কঠোর অনুশীলন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি ক্যাডেট ও শিক্ষকদের ধারাবাহিক পরিশ্রম পাবনা ক্যাডেট কলেজের ফলাফল অক্ষুণ্ন রেখেছে। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
একে জামান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান