ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাস থেকে শিবির নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:২৫ এএম, ১০ মে ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সজিব আহম্মেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চার মাথা এলাকায় একটি লোকাল বাস থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজিব আহম্মেদ গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী খাঁ পাড়া গ্রামের আব্দুল গফ্ফার মাস্টারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সজিব বগুড়া জেলা শিবিরের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর বিশ্বরোডের গোবিন্ধগঞ্জ চার মাথা মোড়ের একটি লোকাল বাস থেকে সজিবকে গ্রেফতার করা হয়। সজিবের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন।

জাহিদ খন্দকার/আরএআর/এমএস

আরও পড়ুন