ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাশুড়িয়া ট্রাফিক মোড়ে নিত্য যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১০ মে ২০১৯

একদিকে চলছে সড়ক মেরামত অন্যদিকে ভাঙা রাস্তা। এই দুই কারণে ঈশ্বরদীর ব্যস্ততম দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন। চালকরা ঠিকভাবে গাড়ি চালাতে না পারায় ঘটছে দুর্ঘটনাও। সব মিলিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ঢাকা, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, খুলনা, ঈশ্বরদীসহ উত্তর-দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য দাশুড়িয়া ট্রাফিক মোড় ব্যবহার করা হয়। মহাসড়কের একপাশে মেরামত কাজ চলছে, অন্য পাশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ধীর গতিতে যানবাহন চলছে। ফলে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।

দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে মুলাডুলি শেখপাড়া পর্যন্ত দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন। বৃষ্টি হলে এই যানজট আরও তীব্র হয়। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশও।

প্রয়োজনীয় সংস্কারের অভাবে এক দশক ধরে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সড়কজুড়ে খানাখন্দ ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। মাঝে মধ্যেই সড়ক সংস্কার ও মেরামত করা হলেও, তা দুই থেকে তিন মাসের মধ্যেই আবার চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল হাসান জানান, বৃষ্টি হলে মহাসড়কের যানজট আরও প্রকট হয়। হাইওয়ে পুলিশকে এই যানজট নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়।

সড়ক ও জনপথ অফিদফতর পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, ১১ কোটি টাকার বেশি বাজেট নিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড়ের আরসিসি ঢালাই কাজ চালু রয়েছে। এই কাজ চলমান থাকায় সাময়িকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী জুনের মধ্যে কাজ শেষ হলে দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

আলাউদ্দিন আহমেদ/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন