টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ইয়াবাসহ আব্দুস সালাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত নজির আহমদের ছেলে।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪