ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ৬শ কেজি পচা খেজুর উদ্ধার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১১ মে ২০১৯

পাবনায় বিভিন্ন খেজুরের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পচা খেজুর উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বড় বাজারের তিনটি আড়তে এ অভিযান চালান।

এ সময় প্রায় ৬শ কেজি পচা খেজুর উদ্ধার এবং আড়তদারদেরকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত খেজুরগুলো মাটিতে পুতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, নির্বার্হী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, নির্বার্হী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান জানান, কম দামে এসব পচা খেজুর আমদানি করে আড়তদাররা বাজারজাত করছিল। রমজান মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

একে জামান/আরএআর/এমএস

আরও পড়ুন