ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালুখালীতে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাংবাদিক নুরে আলম

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১২ মে ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপে ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কালুখালী উপজেলা পরিষদ। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পরুষ ও মহিলা সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এছাড়া দলীয় প্রার্থী হতে অনেকেই তাদের অবস্থান জানান দিয়েছেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক সাংবাদিক নুরে আলম সিদ্দিকী হক। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৫ সালে ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার তৃণমূলের রাজনীতি শুরু। ১৯৯৬ সালের একতরফা নির্বাচন প্রতিহত ও বিএনপি সরকারবিরোধী আন্দোলন এবং ১/১১ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় নেত্রীর মুক্তি ও ফখরুদ্দদিন সরকারের পতন আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন।

২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে কালুখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে ব্যাপক সাড়া ফেলেন। নির্বাচনে পরাজয়ের পরও তিনি সক্রিয়ভাবে সাধারণ মানুষের সুখে দুঃখে কাজ করে চলেছেন।

সাংবাদিক নুরে আলম সিদ্দিকী হক বলেন, সাধারণ নির্যাতিত ও নীপিড়িত মানুষের জন্য তিনি রাজনীতি করেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতি শুরু করেন। তাই সাধারণ মানুষের ভালোবাসা ও চাওয়া পাওয়ার দাবিতেই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়েও তিনি আশাবাদী।

তফসিল ঘোষণা হলেও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর আনাগোনা লক্ষ্য করা গেছে। যারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

রাজবাড়ীর ৫ উপজেলার ৪টিতে ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ ধাপে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন। আগামী ২১ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ মে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

আরও পড়ুন