বাথরুমের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ
সাতক্ষীরা সদরের আগরদাড়ি এলাকায় গোসল করার সময় প্রবাসীর স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে এক যুবক। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অ্যাসিডদগ্ধ ওই গৃহবধূ মনিরা খাতুন (২৫) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মনিরা খাতুন আগরদাড়ি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী ও পার্শ্ববর্তী বাশঘাটা গ্রামের মজনু রহমানের মেয়ে।
তিনি জাগো নিউজকে জানান, রাতে বাথরুমে গোসল করার সময় প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে মাসুম বিল্লাহ তার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এর আগে বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন তিনি। অ্যাসিড নিক্ষেপের পর মাসুম বিল্লাহ্কে দৌড়ে পালাতে দেখেছেন তিনি। এ সময় মাসুম বিল্লাহ্'র সঙ্গে তার মা সাহানারা বেগম তাদের ও একজন আত্নীয় ছিলেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, ১২ দিন আগে ছাগলে সবজির গাছ খাওয়া নিয়ে তাদের সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণেই এ ঘটনা ঘটিয়েছে। গতকাল সন্ধ্যার পর তার সৌদি প্রবাসী স্বামী নুর মোহাম্মদ বাড়িতে ফিরেছেন। ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
মনিরা খাতুনের চাচা বাবলুর রহমান জানান, ঘটনার সঙ্গে মনিরার স্বামী নুর মোহাম্মদও জড়িত। অ্যাসিড নিক্ষেপের পর রাত ১২টার দিকে মাসুম বিল্লাহ্কে আটক করেছে পুলিশ।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এখনও অভিযোগ পাইনি। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এমএএস/এমএস