ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে চালক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৫ মে ২০১৯

সাতক্ষীরায় বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে এর চালক মো. মফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছেন।

বুধবার সকালে সাতক্ষীরার কামালনগর বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম শ্যামনগর থানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে শ্যামনগরগামী ট্রাকটি বকচরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মফিজুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে চালক নিহত হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন