কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ কালু (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুর্শা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এনডু কেনেট রোজারিও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সাংবাদিকদের জানান।
র্যাব সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার কুর্শা গ্রামে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাবের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী কালুকে গ্রেফতার করে। পরে কালুর স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি করে ১টি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, কালু দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরপুর থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। আটককৃত কালু একই গ্রামের মৃত মুলুক চান মন্ডলের ছেলে।
আল-মামুন সাগর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই