ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইসলামপুরে বোরো মৌসুমের ধান-চাল-গম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০২:২০ এএম, ১৯ মে ২০১৯

জামালপুর জেলার ইসলামপুরে চলতি বোরো মৌসুমে ধান, চাল, গম সংগ্রহ শুরু হয়েছে। শনিবার (১৮ মে) ইসলামপুর খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ইসলামপুর চাল কল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলায় চলতি বোরো মৌসুমে ৩ হাজার ৪৬ মেট্রিক টন চাল, ৪শ’ ৯৮ মেট্রিক টন ধান, একশ ২২ মেট্রিন টন গম এবং ৬শ’ ৭ মেট্রিক টন আতপ চাল সরকারিভাবে ক্রয় করা হবে। এ বছর কেজি প্রতি চাল ৩৬ টাকা, গম ২৮ টাকা, আতপ চাল ৩৫ টাকা ও ধান ২৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

আসমাউল আসিফ/আরএস

আরও পড়ুন