দুর্নীতি-স্বজনপ্রীতি চলবে না : মেয়র সাদিক
কর আদায়ে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি কোনোভাবেই চলবে না বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ।
তিনি বলেন, সাবেক মেয়র কর আদায়ে, যে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন তা আমার আমলে কোনোভাবেই হতে দেয়া হবে না। বুধবার দুপুরে নগর ভবন সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।
তিনি বলেন, একটি মহল কর বৃদ্ধি করা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পর বরিশাল নগরীতে বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। সাবেক মেয়র আহসান হাবীব কামালের আমলে ২০১৬ সালের জানুয়ারিতে ধার্যকৃত কর-ই আদায় করা হবে।
২০১৮ সালে গণপূর্ত অধিদফতর থেকে সাতটি বিভাগীয় শহরে কর আদায়ে যে অর্থ ধার্য করা হয়েছিল তা বরিশাল নগরবাসীর জন্য অধিক মন্তব্য করে গণপূর্ত অধিদফতরে চিঠি দেবেন বলেও জানান মেয়র সাদিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম খোকন ও আয়েশা তৌহিদা লুনা ছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাইফ আমীন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি