ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ার উপ-নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী সিরাজ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৯ মে ২০১৯

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলেন গোলাম মোহাম্মদ সিরাজ। বুধবার দুপুরে বগুড়া শহরের সূত্রাপুরের চম্পামহলের জ্যোতি হলে বিএনপির প্রধান নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে একত্র করে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। কারাবন্দি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারামুক্ত করতে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বগুড়ার জনগণ আবারও বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থিকে জয়ী করবে। এখানে দলীয় কোনো কোন্দল নেই। কয়েকজন বিপথগামী নেতাকর্মী মিথ্যাচার করছে। তাদেরকে সংশোধন করার সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা সংশোধন হয়ে আসবে এবং বিএনপির বর্তমান কমিটির সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, বগুড়া সদর আসনে সংসদ নির্বাচনে আমরা ভোট চাই কিন্তু ইভিএমের কারচুপি চাই না। ইভিএম-এ ভোট প্রদান করা সহজ। কিন্তু ইভিএমের সফটওয়্যার থাকবে সরকারের নিয়ন্ত্রণে। ইভিএম নিয়ে আমাদের সন্দেহ আছে।

তিনি দলের বিষয়ে বলেন, গত ৫ মে বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে কয়েকজন চাইছে বগুড়ায় বিএনপির মধ্যে ফাটল ধরাতে। নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি করে মামলা-হামলার মধ্যে দিয়ে বিএনপিকে তারা দাবিয়ে রাখার অপচেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, খাইরুল ইসলাম, মাহবুবুর রহমান বকুল, ওমর ফারুক খান, হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ বক্তব্য দেন।

লিমন বাসার/আরএআর/এমএস

আরও পড়ুন