ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনা-বগুড়া মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ৩০ মে ২০১৯

পাবনা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাসড়কের ঘুড়কা বাজার থেকে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে দক্ষিণে দাদপুর ও উত্তরে ভুঁইয়াগাঁতী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বলেন, রাস্তা মেরামত কাজ চলছে। এ কারণে সকাল থেকে দফায় দফায় যানজট সৃষ্টি হয়। দুপুর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

sirajgonj

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কের ঘুড়কা এলাকায় সংস্কার কাজ চলছে। এ কারণে একটি লেন বন্ধ থাকায় এ যানজট দেখা দিয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন