রাজবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (২৮) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের বিসিক শিল্পনগরী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার জুয়েল ওই এলাকার হোসেন মৃধার ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে কাপড় এনে এলাকায় ব্যবসা করতেন।
জানা গেছে, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বাড়ির একটি ঘর থেকে মিয়ানমারের সিল যুক্ত প্যাকেটে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুয়েল কাপড়ের ব্যবসার আড়ালে তুহিন নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে রাজবাড়ীতে বিক্রির উদ্দেশে এসব ইয়াবা এনেছিল বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। পরে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৬ হাজার পিস জব্দ করা হয়েছে।
রুবেলুর রহমান/এমবিআর/এমএস