বাড়ি ফেরার পথে না ফেরার দেশে খোদেজা বেগম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দাসেগো পোলের গোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খোদেজা বেগম উপজেলার জয়নারায়ণপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনী থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন খোদেজা বেগম। দাসেগো পোলের গোড়া নামক স্থানে আসা মাত্র পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের (কুষ্টিয়া-ট ১১-০৭৬৫) সঙ্গে আরেকবার ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সিএনজির চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি।
মিজানুর রহমান/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা