খুলনায় সড়কের পাশে যুবকের মরদেহ
খুলনায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর আফিলগেট বাইপাস সড়ক সংলগ্ন বিএম কলেজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা বিএম কলেজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
আলমগীর হান্নান/এফএ/পিআর