রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম। বাকি দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এতে আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকুসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত দুইজনের নাম-পরিচয় পাওয়া গেলেও বাকি দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
মীর আব্দুল আলীম /আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের