গাইবান্ধায় পুকুর থেকে মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার একটি পুকুর থেকে দুর্যোধন বর্মন (৮০) নামের এক মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বোনারপাড়া রেল স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত দুর্যোধন সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মৃত দিগেন্দ্র নাথ বর্মনের ছেলে।
মৃত দুর্যোধনের ছেলে হরিপদ বর্মন জানান, তার বাবা সাঘাটা বাজারের একটি মিষ্টির দোকানের কারিগর ছিলেন। গতকাল মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার বাবা কিছু দিন আগ থেকে মানসিক ভারসাম্য হারিয়ে এলোমেলা ঘোরা-ফেরা করছিল বলেও জানান হরিপদ বর্মন।
সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই আব্দুল জলিল জানান, ঈদের নামাজ শেষে স্থানীয়রা বোনারপাড়া রেলওয়ে স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।
জাহিদ খন্দকার/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান