ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৫ জুন ২০১৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আব্দুল গফফার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল গফফার মহেশপুর বাশবাড়িয়া গ্রামের গ্যান্দো ফকিরের ছেলে।

মহেশপুর থানা পুলিশের ওসি রাশেদুল আলম জানান, দুপুরে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল গফফার। ওই সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় গাফফার।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/জেআইএম

আরও পড়ুন