মাদারীপুরে ভ্যান খাদে পড়ে শিশুর মৃত্যু
স্বজনদের আহাজারি
মাদারীপুরের কালকিনিতে ভ্যান খাদে পড়ে সুমাইয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব মাইজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার ইসমাইল হাওলাদারের মেয়ে।
প্রতক্ষদর্শীরা জানায়, সুমাইয়া পরিবারের সঙ্গে ভ্যানে করে মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় একটি ব্রিজে উঠতে গিয়ে ভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিজুস চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক