মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়ের আলমখালী বাজার এলাকায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়। এ সময় মোটরসাইকেলের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের বিমল সরকারের ছেলে কৃষ্ণ সরকার (৪৫) ও কৃষ্ণ সরকারের ছেলে সাম্য সরকার (আড়াই বছর)।
হাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. লিয়াকত হোসেন জানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস আলমখালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
অপরদিকে সদর উপজেলার পাকা কাঞ্চনপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের সরু রাস্তায় ইঞ্জিনচালিত একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোহাগ নামে ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আরাফাত হোসেন/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০