একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন দুলালী বেগম
গাইবান্ধায় একসঙ্গে ২টি ছেলে ও ২টি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন দুলালী বেগম (৩০) নামের এক গৃহবধূ। শনিবার রাতে জেলার গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে ৪টি সন্তান প্রসব করেন তিনি।
দুলালী বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাউর গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী।
শাহ আলম জানান, শনিবার সন্ধ্যায় প্রসব বেদনায় ছটফট করলে দুলালী বেগমকে গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে ৪ সন্তানের জন্ম দেন তিনি।
গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, দুলালী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করে ধারণা করা হয়, তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
তিনি আরও জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম আমাদের ক্লিনিকে এটাই প্রথম। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ক্লিনিকে ভীড় জমাচ্ছে। মা ও নবজাতকরা সুস্থ আছে।
মিলন মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দুলালীর স্বামী শাহ আলম একজন ভ্যানচালক। তাদের আরও ৩টি সন্তান আছে। তার মধ্যে একটি মেয়ে অষ্টম শ্রেণীতে, আরেকটি ৪র্থ শ্রেণীতে এবং একটি ছেলে ১ম শ্রেণীতে পড়ে। অভাবের সংসারে নতুন করে ৪টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন করা শাহ আলমের পক্ষে কষ্টকর হয়ে যাবে।
জাহিদ খন্দকার/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের