খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
খুলনার ডুমুরিয়ায় বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ এমদাদুল (৩৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের তিন যাত্রী। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল বাগেরহাট জেলার ফকিরহাটের শেখ কেয়াম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী খুলনা জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা মো. আলিমুল কবির বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে বানিয়াখালী ব্রিজ এলাকায় খুলনা থেকে চুকনগরগামী পিকআপ ও কয়রা থেকে খুলনাগামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হন। পিকআপটি মাছবাহী ছিল। সেখানে চালক ছাড়া আর কেউ ছিলেন না। বাসের যাত্রীদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ উদ্ধার করে। পিকআপের চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আলমগীর হান্নান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান