অটোভ্যানের চাপায় গেল শিশুর প্রাণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় মাসরুফা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত মাসরুফা শালাইপুর গ্রামের মতিয়র রহমানের মেয়ে।
শিশুটির চাচা আবু হোসেন জানান, রোববার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলার সময় যাত্রিবাহী একটি ব্যাটারিচালিত অটোভ্যান শালাইপুর থেকে বেড়াখাই যাওয়ার পথে তাকে চাপা দেয়। এ সময় পরিবারের লোকজন উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিশুটি মারা যায়।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক