ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ড্রেজারে আগুন দিলেন আদালত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১০ জুন ২০১৯

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার তেওতায় ইউনিয়নের জাফরগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালান শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

জাকির হোসেন জানান, জাফরগঞ্জ বেড়িবাঁধ ঘেঁষে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করছে এমন অভিযানের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ড্রেজারটি পুড়িয়ে দেয়াসহ প্রায় ৫০০ ফেুট পাইপ ধ্বংস করা হয়। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আরিচাঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

বি.এম খোরশেদ/এমএএস/এমকেএইচ

আরও পড়ুন