অন্তর্বাসের পকেটে মিলল হাজার পিস ইয়াবা
শেরপুরে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুল জুব্বার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল জুব্বার কুড়িগ্রামের রৌমারি উপজেলার খাটিয়ামারি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারি এলাকা থেকে ইয়াবার একটি চালান সিএনজিচালিত অটোরিকশাযোগে এক মাদক বিক্রেতা শেরপুরে আনছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে শহরের খোয়ারপাড় মোড়ে সিএনজি থেকে নামার সময় আব্দুল জুব্বারকে চ্যালেঞ্জ করলে সে মাদক বহনের কথা অস্বীকার করে। পরে তার শরীর তল্লাশি করে অন্তর্বাসের পকেটে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো সে আরেকজনের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিল বলে স্বীকার করেছে।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।
হাকিম বাবুল/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক