আদালত থেকে দৌড়ে পালাল আসামি
নোয়াখালী জেলা জজ আদালতের হাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে মো. শাহাব উদ্দিন সুজন (২৭) নামে মাদক মামলার এক আসামি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে নেয়ার প্রস্তুতির সময় আসামি দৌড়ে পালিয়ে যায়।
সুজন সোনাইমুড়ি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে বিকেল সাড়ে ৩টার দিকে বিচারিক আদালত ৭ এ সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সুজন সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নুর মোহাম্মদ কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন মামলায় আদালতের হাজতে ২০ জনেরও বেশি আসামি ছিল। তাদের পাহারায় ৫-৬ জন পুলিশ সদস্যও ছিল। সন্ধ্যায় আসামিদের কারাগারে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এমন সময় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই হাতকড়া পরিহিত অবস্থায় এক আসামি দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের কোর্ট পরিদর্শক নাজমুল হক বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া এ ঘটনায় কর্তব্যরত পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মিজানুর রহমান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান