ঘুষ ঠেকাতে চট্টগ্রামে সিসি ক্যামেরা
চট্টগ্রামের আলোচিত ৫৮ লাখ ঘুষের টাকা উদ্ধারের পর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় ঘুষ ঠেকাতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। গত সপ্তাহে উদ্ধার হওয়া বস্তাভর্তি এই ঘুষের টাকা এলএ শাখার এক প্রভাবশালী সার্ভেয়ারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছিলেন টাকাসহ আটক মোহাম্মদ ইলিয়াছ।
এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এলএ শাখায় লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর এই রমরমা বাণিজ্যের সঙ্গে জড়িতদের গণবদলি করা হয়। সবশেষ এই শাখায় ঘুষ ঠেকাতে সংযোজন করা হয়েছে ছয়টি সিসি ক্যামেরা। সোমবার থেকে এসব সিসি ক্যামেরায় এলএ শাখার সার্বক্ষণিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, দাফতরিক কার্যক্রমে যে কোন ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, বহিরাগতদের আনাগোনাসহ নানা অনিয়ম ঠেকাতে এলএ শাখায় ছয়টি অতিরিক্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ