সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
ঝিনাইদহে শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় তার ছেলে সামিউল্লাহ (৩) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম ওই গ্রামের সুলায়মান হোসেনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় শিশু সামিউল্লাহকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘরের ভেতর খেলা করছিল শিশু সামিউল্লাহ। এক পর্যায়ে সে ঘরের বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এসে মা ফরিদা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বাড়ির অন্য সদস্যরা টের পেয়ে শিশু সামিউল্লাহকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ ডাকবংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান