ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় ভটভটির যাত্রী নিহত

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৮ জুন ২০১৯

জামালপুরের মেলান্দহে ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার টনকী বাজার সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানদু শেখ (৫০) উপজেলার শ্যামপুর গ্রামের মহেষ শেখের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানদু শেখ আজ দুপুরে কাঠের গুঁড়ি বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। ভটভটিটি স্থানীয় টনকী বাজার সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। এতে মানদু শেখ ভটভটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মার্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আসমাউল আসিফ/এমবিআর/পিআর

আরও পড়ুন